Monday , 31 July 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

কসাই জবাই করে প্রকাশে দিবালোকে ওদের আছে ক্লিনিক আর চেম্বার।

প্রতিবেদক
Staff Reporter
July 31, 2023 4:49 pm

মাটি মামুন রংপুর:-

কসাই জবাই করে প্রকাশে দিবালোকে ওদের আছে ক্লিনিক আর চেম্বার হ্যা যে-মন টি শুনেছিলেন নচিকেতার সেই চিরো চেনা গান।

বলছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথা
আজ ৩১শে জুলাই সোমবার বিকেল ৪ টার দিকে
কিশোরগঞ্জ নীলফামারী থেকে আসা রোগী কেতাব উদ্দিন ভর্তি হন অর্থসার্জারী ৩১ নাম্বার ওয়ার্ডে তার বাম হাতের কবজিতে কাটা গিয়েছিলো। সেই ক্ষত যায়গা সেলাই করতে রোগীর স্বজনের থেকে সুতা কিনে নিয়েছিলেন ৫ টি যার প্রতিটির মূল্য – ৭০০ টাকা মোট-৩৫০০ টাকা সেখানে একটি সুতা দিয়ে ক্ষতস্থান সেলাই করে তার পকেটে ৪ টি সুতা রেখে দেন যার মূল্য – ২৯০০টাকা।

এই কাজটি করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩১ নং ওয়ার্ডে কর্মরতো ইন্টার্নী চিকিৎসক সোহেল।
ভুক্তভোগীর অভিযোগ এর সূত্র ধরে হাসপাতালে অনুসন্ধান চালিয়ে ৪ টি সুতা মেলে ইন্টার্নী চিকিৎসক সোহেল এর পকেটে। সাংবাদিক এবিষয়ে প্রশ্ন করলে সোহেল বলেন আপনারা নিউজ করেন। ঘটনার শেষ এখানে নয়, এই চিকিৎসক প্রতিনিওতো পি সি র, ব্যবসা করেন অনেকেই অভিযোগ করছেন।

ঘটনার সত্যতা মেলে সেই সময় চিকিৎসক সোহেল সেবা ডায়াগনস্টিক সেন্টার এর কর্মচারী কে ডেকে দুই টি সিটিস্কান পরিক্ষা করার জন্য কাগজ নিজ হাতে তুলে দেন, যার প্রতিটি সিটি স্কান এর মূল্য ৩হাজার টাকা দুটি মূল্য ৬ হাজার টাকা ৫০% কমিশন ৩হাজার টাকা ঢুকছে এই চিকিৎসক এর পকেটে।

এই সময় সাংবাদিক দের তোপের মুখে পরে সেবা ডায়াগনস্টিক সেন্টার এর কর্মচারী ইউচুপ, তিনি সাংবাদিক দের বলেন ইন্টানী চিকিৎসক সোহেল তাকে ফোনে ডেকে কাজ দেন এবং ৫০% কমিশন নেন। অথচ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬শত মেশিন রয়েছে মানব দেহ পরিক্ষা করার জন্য। এবিষয়ে অত্র হাসপাতালের পরিচালক ইউনুস আলী সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান আমি যেহেতু বাসায় এসেছি সন্ধ্যায় হাসপাতাল গিয়ে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ক্রীড়াঙ্গনে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের অনবদ্য ভূমিকা

দিনাজপুরের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাফিজা শারমিন সুমি’র একক সঙ্গীত সন্ধ্যা ” গানে গানে কিছুক্ষণ “

গাজিপুরে জোরপূর্বক জমি দখল।

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন।

ভেড়ামারায় তহসিলদারের ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ ভুক্তভোগীরা,অভিযোগ করেও মিলছে না সুরাহা।

পীরগাছা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা পযায়ে সর্বশ্রেষ্ঠ জয়িতা শাহিদা পারভীন সাথী

রাঙ্গুনিয়ার অভিভাবক মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জননেতা ড. হাছান মাহমুদ এমপির জনসমাবেশ

প্রশাসনের নাকের ডগায় চলছে বৃষ্টির মাদক সম্রাজ্য, এ যেন দেখার কেউ নাই?

নিম্নচাপের কারণে হঠাৎ করে সারাদেশে ভোর ছয়টা থেকে বৃষ্টি শুরু হয়েছে

গাজীপুরের বন জবরদখল উচ্ছেদে উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি।