নিম্নচাপের কারণে হঠাৎ করে সারাদেশে ভোর ছয়টা থেকে বৃষ্টি শুরু হয়েছে
বিকাশ দাশগুপ্তঃ বিশেষ প্রতিনিধিঃ
আজ ঢাকা রাজধানীর ভোর সকাল ৬টা তেকে বৃষ্টি পড়েছে এখনো পযন্ত সারে দশ টা পর তেকে এখনো পযন্ত বৃষ্টি শওি বেড়ে গেছে মানুষ ছাতা নিয়ে চলা ফেরা করতেছে একটু একটু মোট মোট পানি নালায় উঠে গেছে বতমানে জুমার নামাজের লোক জন যাওয়ার জন্য কষ্ট পড়েছে এবং মনে হয় শীতের চাঁপটা বেড়ে যেতে পাড়ে আজকে জুমার নামাজের লোক জন অনেক টা কষ্ট পেয়েছে দক্ষিণ সিটির ঢাকা মহানগর যাএাবাড়ী সিটি করপোরেশন সারাদিন বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি কর্মজীবী লোকজন ছাতা নিয়ে যার যার কর্মে বেরিয়ে পড়েছে। বৃষ্টিতে ঠান্ডা পরিমাণ বেড়ে গেছে সূর্যের মুখ এখনো দেখা যায়নি কারণে হঠাৎ বৃষ্টি শুরু হওয়াতে রাস্তার হকার দিনমজুরদের কর্মে ব্যাঘাত ঘটছে সবশেষে বলা যায় বেড়ে গেছে ঠান্ডা জনিত রোগ আবহাওয়া পরিবর্তন এবং হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়াতে।