Saturday , 8 July 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুরের পীরগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত আহত ৩৫ জন।

প্রতিবেদক
Staff Reporter
July 8, 2023 6:30 pm

মাটি মামুনঃ রংপুর প্রতিনিধিঃ-

রংপুরের পীরগঞ্জ উপজেলায় দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে পিতা-পুত্র নিহত অন্তত ৩৫ জন আহত হয়েছেন।
৮ জুলাই শনিবার দুপুর ১২ টার দিকে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের বোর্ডের ঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটেছে।

এসময় কমপক্ষে আহত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে বেশ কয়েকজনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন রামনাথপুর ইউনিয়নের রাধাকৃষ্ণপুর গ্রামে আজিজুল ইসলামের পুত্র আলামিন মিয়া (৩৪) এবং আল আমিন মিয়ার ৪ বছরের পুত্র মাইন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বোর্ডের ঘর নামক স্থানে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহন এবং বগুড়া থেকে রংপুরগামি অনিন্দ পরিহনের সাথে একটি দ্রুতগামি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বাবা ছেলে মারা যান। এ ঘটনায় আরো ৩০-৩৫ জন গুরতর আহত হন। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। বড় দড়গাহ হাইওয়ে থানার ওসি মজিবর রহমান বলেন, ত্রিমুখী সংঘর্ষে এনা পরিবহনের দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। চালকরা পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর করব জিয়ারত খলিলুর রহমানের পক্ষ থেকে।

সতর্ক বার্তা ।

ঈদে দর্শনার্থীদের পদচারণায় মুখর আলী বাবা থিম পার্ক বিনোদন কেন্দ্র।

পুঠিয়ায় প্রতারণার শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ।

রংপুরে জাপা-বাসদের দুই শতাধিক নেতাকর্মী শ্রমিকদলে যোগদান।

গার্মেন্স শ্রমিক ভাই বোনদের প্রতি আহ্বান গাজীপুর মহানগর গণ-ফ্রন্ট নেতা টুটুল তালুকদার

লালমনিরহাটে সেই সমালোচিত এসিল্যান্ডকে বদলি।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সার্বক্ষণিক গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে আন্দোলন করেন।

রায় ঘোষণার আগে আদালত থেকে মাহমুদা নামে এক আসামি লাপাত্তা।

৫১ হাজারে রফাদফা ধর্ষণের ঘটনা।