Sunday , 25 June 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুরের পীরগাছায় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় (এক) মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

প্রতিবেদক
Staff Reporter
June 25, 2023 3:45 pm

রংপুর (পীরগাছা) প্রতিনিধি:-

রংপুরের পীরগাছায় ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় সিজান মিয়া (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (২৫জুন) সকাল- ৯.০০টার দিকে উপজেলার চৌধুরাণী-সুন্দরগঞ্জ সড়কের তেয়ানী মনিরাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিজান মিয়া উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামের তারিকুল ইসলাম তারা মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন কান্দি ইউনিয়ন পরিষদের (চেয়ারম্যান) আব্দুস ছালাম আজাদ জুয়েল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল-৯.০০ টার দিকে সিজান মিয়া মোটরসাইকেল যোগে সুন্দরগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে তেয়ানী মনিরাম নামক স্থানে পৌঁছালে বিপরীতে দিক থেকে আসা একটি অটোরিক্সার সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুত্বর আহত হয় সিজান। এসময় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধী অবস্থায় সিজানের মৃত্যু হয়।

Loading

সর্বশেষ - সারাদেশ