Monday , 30 October 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

যান চলাচল স্বাভাবিক, হরতালের প্রভাব নেই রংপুরে।

প্রতিবেদক
Staff Reporter
October 30, 2023 12:01 pm

যান চলাচল স্বাভাবিক, হরতালের প্রভাব নেই রংপুরে।

মাটি মামুন রংপুর।

হরতাল ডেকে মাঠে দেখা যায়নি বিএনপি-জামায়াতের নেতা কর্মী দের।
শহরে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী সঙ্কটে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস।
তবে স্বাভাবিক নিয়মে চলছে লোকাল ট্রেন।
রোববার ২৯ অক্টোবর বেলা ১২ টা পর্যন্ত রংপুরের কোথায় কোনো পিকেটিং করতে দেখা যায়নি হরতাল সমর্থকদের।
নেই অপ্রীতিকর ঘটনার খবরও।
তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়াও সড়ক মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এছাড়াও সকালে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে নগরীর অধিকাংশ দোকান খুলতে দেখা গেছে। রিকশা-অটোরিকশা ছোট যানবাহনগুলো স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে।
ফলে রংপুরে হরতালের কোন প্রভাব পরেনি জনজীবনে।

নগরীর বেতপট্টি এলাকায় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ।
দূরপাল্লার বাস হানিফ পরিবহনের ড্যাইভার দুলুর সাথে কথা বললে তিনি এই প্রতিবেদক কে বলেন, সকাল থেকে বাস নিয়ে ঢাকা যেতে আমরা প্রস্তুত রয়েছি।
কিন্তু যাত্রী সংকটে এখন পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি।
তবে পর্যাপ্ত যাত্রী পাওয়া গেলে বাস ছেড়ে যেতে পারে।
সকাল থেকে এস আর পরিবহন, এনা পরিবহন,শাহ ফতেহ আলী, আগমনী পরিবহন, শ্যামলী পরিবহনসহ বিভিন্ন পরিবহনের কাউন্টার যাত্রীশূন্য দেখা গেছে।
কিছু কিছু কাউন্টার ছিল তালাবদ্ধ।
তবে বেশিরভাগ বাস শ্রমিক ও চালককে বাসে এবং কাউন্টারে শুয়ে বসে সময় কাটাতে দেখা যায়।
যাত্রী না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তারা।
একই চিত্র দেখা গেছে রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে। সেখান থেকে আন্তঃজেলা রুটের কোনো বাস ছাড়েনি।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংকট কেটে যাচ্ছে বলে মনে করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
বাস টার্মিনালে অন্যান্য দিনের মতো যাত্রী চোখে পড়ছে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, আন্তঃজেলাসহ সব রুটেই গাড়ি চলাচল করবে। আমাদের পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করেনি।
তবে যাত্রী সামান্য সংকট রয়েছে।
রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী বলেন, হরতালে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। এরপরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রাঙ্গামাটি ও রাউজান  আশারছা এলাকা এই শীতে যেন গনকুয়াশার চাদর মুরিদীয়ে আছে।

রংপুরের কাউনিয়া উপজেলায় পায়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন কলি।

রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডনে ১৫টি স্বর্ণের বারসহ এক যুবক আটক।

সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকার আর নেই।

উদযাপিত করা হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী 

বাংলাদেশী আক্তার এখন বিদেশ থেকে ফেক আইডি দিয়ে মেয়েদের ডিস্টার্ব করে।

দৈত্যাকৃতি গরু ‘লালমনি বাদশা-লম্বায় ৯ ফুট ওজনে ৩০ মন।

গাজীপুরে যৌতুকের দাবিতে সংসার ভেঙে দিল প্রতারক মাজাহারুল।

আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস ও দীক্ষাগ্রহ.

বেলকুচিতে দারুন নাজাত মডেল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।