Monday , 14 August 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত এক র,মে,কে,ভর্তি।

প্রতিবেদক
Staff Reporter
August 14, 2023 10:14 am

মাটি মামুন রংপুর:-

রংপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ছয়মোন (২৭) নামে একজন মহিলা আহত হয়েছেন। রংপুর পীরগাছা উপজেলার ৩নং সাওলা ইউনিয়নের

৫ নং ওয়ার্ডের ২নং জুয়ান নামক গ্রামে গত ১১তারিখ শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ছয়মোন (২৭) নামে একজন মহিলা আহত হয়েছেন। গ্রুরতো অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের

মহিলা সার্জারী ১৬ নং ওয়ার্ডে চিকিৎসা ধিন অবস্থা আছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়
একই গ্রামের মৃত্যু-কলিম উদ্দিন এর পুত্র শহীদ পোড়ামানিক (৫৫) এর সাথে সাহার আলীর দীর্ঘ ২২বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরি ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে শহীদ ও তার ভারাটে গুন্ডা বাহিনী হামলা চালায় অত্রএলাকার সাহার আলী ও তার পরিবার এর উপরে। এসময় সাহার আলীর স্ত্রী ছয়মোন খাতুন আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে সাহার আলীর বড় ভাই মৃত্যু-আব্দুল রহমান এর পুত্র সৈয়দ আলী (৪৩) সাংবাদিকদের জানান আমাদের বাপ দাদার জমি যার খতিয়ান (নং ১৭০),দাগ (নং-২৫১)খতিয়ান (নং-১৭০) দাগ (নং ৭৬৬) খতিয়ান (নং ১৭১) দাগ (নং ২৯২) মোট এক একর ৪৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে অত্রএলাকার মৃত্যু-কলিম উদ্দিন এর পুত্র শহীদ পোড়ামানিক এর সাথে২০০১ সাল থেকে। জমি আমার ভোগদখল করে আসছি বাপ দাদার আম্বল থেকে।

শহীদ পোড়ামানিক বিভিন্ন সমস বিভিন্ন ভাবে আমাদের
পরিবারের উপর বিভিন্ন ভাবে হামলা চালায় একাধিক বার গ্রাম্য শালিস হয়েছিলো তিনি মানে না ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের কে হুমকির মুখে রাখে। ঘটনার দিন সকালে শহীদ ও তার ভারাটে গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা চালায় তাতে আমার ছোট ভাই এর স্ত্রী ছয়মোন খাতুন আহত হন। আমরা তাদের বিরুদ্ধে মামলা ও করতে পারিনা ভয়ে। আপনা সাংবাদিক জাতির বিবেক সমাজের আয়না আপনাদের লিখুনির মাধ্যমে আমাদের কে সুষ্ঠ বিচার এনে দিবেন।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাদনি রাতে কল্পনায় পাশে—-

১৩ জুয়ারীকে আটক করে রাজীবপুর থানা পুলিশ।

পীরগাছায় সিঙ্গারের অফারে ফ্রি ফ্রিজ জিতলেন বেলাল হোসেন।

অবশেষে জেল হাজতে গেলেন সোনা মিয়া হত্যা মামলার মুল আসামি আঃ রাজ্জাক।

যাদের সমর্থন থাকে না ভুড়িভোজ করিয়ে নিজের পক্ষে টানার চেষ্টা করে – গোলাম দস্তগীর গাজী

ময়মনসিংহের ফুলপুরে মসজিদে বয়ান নিয়ে হামলায় আহত ৪।

রংপুর নজিরেরহাট নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন করান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

নগরের জলাবদ্ধতার ভোগান্তির অন্যতম কারণ সিটি কর্পোরেশণের দায়িত্ব অবহেলা – শেখ ফজলে বারী মাসউদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ঢাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের  আশেপাশের এলাকার রাস্তাগুলোর যানজট একটু বেড়েছে 

কুষ্টিয়া দৌলতপুরের সাংবাদিক রিজু’র ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন।