Monday , 29 May 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

গাজীপুরে যৌতুকের দাবিতে সংসার ভেঙে দিল প্রতারক মাজাহারুল।

প্রতিবেদক
Staff Reporter
May 29, 2023 4:14 pm

মনজুর সরকার গাজীপুরঃ-

গাজীপুরে যৌতুকের দাবি করে মোসাম্মদ রিপা খাতুনের সংসার ভেঙে দিল প্রতারক ও বিয়েবাজ মাযহারুল। মোছাম্মদ রিপা খাতুন (২৮) আজ থেকে পাঁচ মাস আগে তার বিয়ে হয় মাজহারুল (৩৮)পিতাঃশাজাহান গ্রামঃ গজারচালা,তালতলী,তেলিহাটি,শ্রীপুর,গাজীপুরের সাথে। মোসাঃ রিপার দেশের বাড়ি রাজশাহী পিতাঃ চেমন আলী বর্তমানে থাকে গাজীপুর মহানগর বাসন থানাধীন ১৩ নং ওয়ার্ডের বাসন থানার অপজিট সাইটে বাবু মিয়ার একটি বাড়াবাড়িতে মোছাম্মদ রিপা খাতুন এবং মাজারুলের সম্পর্ক হয় তারা দুজনে নাওজোড় নামক স্থানে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে একসাথে চাকরি করতো মাজহারুল ও মোাসাঃরিপা খাতুন এবং ওই ফ্যাক্টরির প্রোডাকশন ম্যানেজারের দায়িত্বে ছিল মাজাহারুল এবং মোছাম্মদ রিফা তার অধীনস্থ অপারেটর ছিল সেই সূত্রে তাদের সম্পর্ক এবং পরিচয়, পরি নয় এবং বিয়ে পর্যন্ত্র হয়ে যায়।

গত ০৯/ ০৩ /২৩ ইং রোজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় প্রতারক মাজহারুল রিপার কাছে তিন লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং যৌতুকের দাবিতে তাকে মারধর করে পরে উক্ত এই বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বিচারের মাধ্যমে সমাধান করে তারা সংসার করতে থাকে। গত ২৪/০৫/২৩ ইং মাজাহারুল আবার রিপার কাছে তিন লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং ঘরের জিনিসপত্র ভেঙেচুরে রিপারকে শারীরিকভাবে অত্যাচার করে মারধর করে বাসা থেকে বের হয়ে যায় এবং গতকাল ২৮/০৫/২৩ ইং রিপার মুঠোফোনে ফোন করে মাজহারুলের অন্য স্ত্রী জানায় তোমাকে আমার স্বামী মাজহারুল তালাক দিয়েছে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি তালাকনামার কাগজ পাঠিয়ে দিচ্ছি মজার বিষয় হচ্ছে মাজহারুল কে বারবার প্রতারক বলে সম্বোধন করা হচ্ছে কারণ মোছাম্মৎ রিপার আগে মাজহারুল আরো তিনটি বিয়ে করেছে দুইটা স্ত্রীকে ছেড়ে দিয়েছে বর্তমানে রিপা এবং সাথী দুইজন স্ত্রী তার বিদ্যমান সুমাইয়া, ও আফরোজা দুজন স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে।

লুকোমুখি জানা গেছে বর্তমানে মাযহারুল তার আগের স্ত্রী সাথীর সাথে সংসার করছে আমরা মিডিয়ার লোকজন মাজারুলের মুঠোফোন অনেকবার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারিনি মাজহারুল রিপাকে মারধর করে চলে যাওয়ার সময় তার একটি এন্ড্রয়েড ফোন নিয়ে গেছে মোছাম্মৎ রিপা এই অ্যান্ড্রয়েড ফোনের কাগজপত্র দিয়ে বাসন থানায় একটি সাধারণ ডায়েরি করেছে এবং যৌক্তিকের দাবিতে মারধর করে তালাক দিয়েছে বলে আদালতে একটি মামলা আজাহারের দাবী করেছে আমরা মাজহারুলের আরো কিছু তথ্য হাতে পেয়েছি মাজহারুল বেশ কয়েকটি জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে বিভিন্ন নামে যার প্রমান আমাদের কাছে রয়েছে বর্তমানে রিপার দাবি আদালতের মাধ্যমে তাহার দাবি-দাওয়া মিটিয়ে দেয়া হোক এবং সে এই ধরনের প্রতারকের যেন কঠিনতম শাস্তি হয়।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে ৪৮টি ভোটকেন্দ্র ঝুকিপুর্ন দাবি স্বতন্ত্র প্রার্থী আলী আসলাম জুয়েলের

সময় টিভির সাংবাদিক রতন সরকারের মৃত্যুতে বিএমইউজে’র গভীর শোক।

ডিএনসি_হবিগঞ্জ মাদকবিরোধী_মোবাইল_কোর্ট _অভিযান।

ধনবাড়ীতে দৈ‌নিক বাংলা‌দেশ সমাচার পত্রিকার বান্ডিল চুরি ।

খুলনায় মানবাধিকার দিবস পালন।

রংপুর – ঢাকা মহাসড়ক যেনো বাড়ির উঠান চলছে ধান-খড় শুকানোর কাজ।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ম শ্রেনীর শিক্ষার্থীর বিপ্লব হোসেনের।

সৈয়দা নিলুফা কাদেরীর দাফন সম্পন্ন

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

পীরগাছায় সিঙ্গারের অফারে ফ্রি ফ্রিজ জিতলেন বেলাল হোসেন।