Wednesday , 26 July 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

পীরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।

প্রতিবেদক
Staff Reporter
July 26, 2023 5:00 pm

মোঃহাবিবুর রহমান (হাবিব) পীরগাছা (রংপুর) প্রতিনিধি:-

নিরাপদ মাছে ভরবো দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় মঙ্গলবার (২৫ শে জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

এর আগে একটি র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত পুকুরে মাছ অবমুক্তকরণ করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সফল চাষীদের ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে যোগদেন অতিথিরা।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমনের সভাপতিত্বে ও উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল লতিফের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সাবেক জেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম হারান, উপজেলা মৎস্য অফিসার মাহবুব-উল-আলম, ভেটেরিনারি সার্জন মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী, ইটাকুমারী ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান নুর আলম মিয়া, থানা এসআই আনিছুর রহমান, সফল মৎস্যচাষি সিরাজুল ইসলাম, তপন কুমার সাহা, ওমর ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার শোয়েব সিদ্দিকী, প্রকৌশলী মনিরুল ইসলাম, সমাজসেবা অফিসার এনামুল হক, মৎস্যচাষি, মৎস্যজীবী সহ অনেকে। এসময় সফল মৎস্যচাষি হিসেবে তরুন কুমার রায়, সিরাজুল ইসলাম ও তপন কুমার সাহাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

সৈয়দা নিলুফা কাদেরীর দাফন সম্পন্ন

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

র,মে,ক,হাসপাতালে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এর চিঠি দিয়েছেন পরিচালক কে।

শেরপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ২৪ বছর সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার।

ছাত্রদল-যুবদল-কৃষক-দল তাঁতী-দল স্বেচ্ছাসেবক-দল,গরিব দুঃখী মেহনতি মানুষের আয়োজিত দোয়া ও আলোচনা সভা।

বালিয়াকান্দিতে গ্রাম বাংলার ঐতিহ্য সাংস্কৃতি টিকিয়ে রাখতে কাজ করছেন চেয়ারম্যান বাদশা আলমগীর।

নীলফামারীতে চিতাবাঘ আতঙ্কে পিটিয়ে মারল স্থানীয়রা

শার্শায় ভাইস-চেয়ারম্যান প্রার্থী শাহরিন আলম বাদলের ভোট প্রার্থনা।

এ এপি আবুল কালাম আজাদ এর নাম ভাঙ্গিয়ে চলছে অবৈধভাবে ফুটপাত দখল করে চলছে পানের ব্যবসা।

দৌলতপুরে ভারত সুন্দরী কুল চাষের লাভের আশা,কৃষক রিপন