বি, এম,সামসুর রহমান জসিম,খুলনা ব্যুরো :-
বাগেরহাটের চিতলমারীতে পুলিশকে পুনরায় কর্মে যোগদান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থা। এ উপলক্ষে গতকাল ১৭ আগস্ট, শনিবার সংস্থার সদস্যরা ফুলের তোড়া নিয়ে চিতলমারী মডেল থানায় উপস্থিত হন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব স্বপন রায়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। তখন সেখানে এসআই শিবলী সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে আলোর দিশারির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুম শেখ বলেন, পুলিশ জনগণের প্রকৃত বন্ধু। দেশের এই ক্রান্তি লগ্নে স্বল্প কর্মবিরতি শেষে পুলিশ তার কর্মে যোগদান করাতে আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপণ করছি। আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অপরিসীম। আলোর দিশারি তার মানবাধিকার উন্নয়ন কর্মে বাংলাদেশ পুলিশের প্রতি আস্থা রাখে। জবাবে, ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের প্রকৃত বন্ধুর পরিচয় দিতে অঙ্গিকারাবদ্ধ।
পুলিশ আলোর দিশারীর পাশে আছে এবং আলোর দিশারীও যেন আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা পুলিশকে সহযোগিতা করে, সেই আহ্বান জানাই। অতঃপর সংস্থার কর্মসূচি অনুযায়ী সংস্থার সদস্যগণ বড়বাড়িয়া পুলিশ ফাঁড়িতে যান এবং ডিউটি আফিসার এ, এস, আই এরফানসহ অন্যান্য পুলিশ সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশ সদস্যরা আলোর দিশারী মানবাধিকার সমাজকল্যাণ সংস্থাকে সাধুবাদ জানান এবং আইনানুগ কর্মে তাদের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, গত ৫ আগস্ট ঐতিহাসিক ক্ষমতা হস্তান্তরের পর পুলিশ স্বেচ্ছা কর্মবিরতিতে যান এবং ১৬ আগস্টের মধ্যে সকল সদস্য পর্যায়ক্রমে কাজে যোগদান করেন।
সংস্থার উক্তরুপ কর্মসূচিতে সেদিন উপস্থিত ছিলেন শেখ ফরিদ আহম্মেদ-সাধারন সম্পাদক, মোঃআখতারুজ্জামান শেখ -সহ-সাধারন সম্পাদক, জহিরুল ইসলাম -প্রবাসী কল্যান বিষয়ক সচিব, নিয়ামুল ইসলাম লিপন – উপ-পরিচালক (ক্রাইম ও তদন্ত), মহাসিন ইসলাম জনি -উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সচিব, হুজাইফা শেখ -আহ্বায়ক (গোপালগঞ্জ জেলা), কিশোর চৌধুরী-উপ-নারী ও শিশু বিষয়ক সচিব, কাজী সোহেল -আহ্বায়ক ( চিতলমারী উপজেলা শাখা)।