জাহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :-
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্ব স্কাউটস সদস্যরা উপজেলা চত্বরে পরিষ্কার পরিছন্নতা কাজে অংশ গ্রহণ করিছেন। মঙ্গলবার সকাল ১০ টাই উপজেলার পরিষদের প্রথম গেটের ময়লা আগাছা পরিষ্কার করতে দেখা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা র আল্লার দর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল ইসলাম, পি,এস,এস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান রিপন, সহ অন্যান বিদ্যালয়ের শিক্ষক মন্ডলি।
এ সময় স্থানীয় সাংবাদিকদের জানান দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সারাদেশে সংস্কার করার কর্মসূচী ঘোষণা অনুযায়ী আমরা স্কাউটসের টিম প্রথমে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিছন্নতা কাজ করে পরে উপজেলার সব জায়গাই কাজে অংশ গ্রহণ করা হবে।