মোঃ মোশারফ হোসেন কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :-
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের দিন ব্যাপী প্রশিক্ষণ উপজেলা অডিটোরিয়াম হল রুমে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নাবী পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মসূচী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার এছাড়াও প্রশিক্ষণে বক্তব্য রাখেন পাট অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ সোলায়মান আলী, উপজেলা কৃষি অফিসার আবু মো. মনিরুজ্জামান, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শাহ মোঃ তারিকুল ইসলাম, গংগাচড়া উপজেলার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কাউনিয়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আপেল বকসি, রংপুর পাট অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জিহাদ আল মাসুদ প্রমূখ।
বক্তাগণ আধুনিক পদ্ধতিতে পাট উৎপাদন এবং পাট পচনের বিভিন্ন কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন নির্বাচিত পাট চাষী অংশ গ্রহন করেন।
তারিখঃ ১৩-০৮-২৫
মোবাইলঃ ০১৭২৫৬৭১৯০২