মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়ার ভেড়ামারায় লাইসেন্সবিহীন জনৈক মোমিন কাজীর ছত্রচ্ছায়ায় এলাকায় বাল্যবিবাহের হিড়িক। কৌশলে গোপনে অভিনব পন্থা অবলম্বন করে এই লাইসেন্সবিহীন কাজীর নিজের বাড়িতেই বাল্য বিয়ের ঘটনার রামনক ভিডিও সহ বিভিন্ন প্রমাণে দেখতে পাই।
মেয়ের বাড়ি মিরপুর উপজেলার বড়িয়া গ্রামে এবং ছেলের বাড়ি ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাচারিপাড়া গ্রামে। যত্রতত্র সিন্ডিকেট করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দিনে রাতে যে কোন সুবিধাজনক সময়ে অবৈধ বাল্যবিবাহ বন্ধ করার ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। এই কাজীর নিজ মালিকানাধীন সিএনজির ভিতরেও বিবাহের ঘটনা শোনা যায়। উল্লেখ্য, মোমিনের নিজস্ব কোন লাইসেন্স নেই বলে জানা গেছে। সে অন্যের লাইসেন্স এ কাজ করে বলে জানা গেছে।