জাহিদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া :-
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউপির আবেদের ঘাটে তুচ্ছ ঘটনায় প্রকাশে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বলে জানাগেছে। ঘটনার সংবাদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে।
এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানাযায়, রবিবার বিকেল ৫ টায় উপজেলার ফিলিপনগর ইউপির চর সাদী পুর গ্রামের হানিফের ও তার লোক জন নিয়ে আবেদের ঘাট নৌভ্রমণের জন্য মক্তার নামে এক লোকের নৌকা ঠিক করে ১২/১৪ জন নৌকায় উঠে পড়ে, নৌকার মালিক বলে এত আমার নৌকায় ধরবেনা। নৌকা ডুবে যেতে পারে এই বলে নৌকার মালিক মক্তারও হানিফের মধ্যে কথা কাটা হলে এক পর্যায়ে তার ভাগ্নে আব্দুল মান্নানের ছেলে রানা (৪০) এসে বাধা দেয়।
পরে হানিফ নিজ কে অপমানিত মনে করে তার সন্ত্রাসী ছেলে সজল (৩৬) এর কাছে ফোন দিলে সজল সহ ৭/৮ জন মটর সাইকেল যোগে আবেদের ঘাটে এসে রানার নাম উল্লেখ করে অকথ্য ভাষায় গালি গলাজ করে প্রকাশে আগ্নি অস্ত্র উচু করে পর পর ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গুলির বিকট শব্দে ঘাটে থাকা লোকজন দিকবেদিক ছুটাছুটি করতে থাকে। পরে থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসে। পরে এলাকাবাসী অস্ত্র উদ্ধার সহ সন্ত্রাসী সজল ও তার পিতা হানিফ কে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।।