মোঃ মোশারফ হোসেন কাউনিয়া রংপুর প্রতিনিধি :-
রংপুরের কাউনিয়ায় পরকীয়ায় পড়ে ১৬ লাখ টাকা আত্মসাৎ করায় স্ত্রী সুইটি খাতুনের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী স্বামী মোঃ জিয়ারুল ইসলাম। রবিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জিয়ারুল ইসলাম বলেন, প্রায় ১০ বছর প্রেম করে পারিবারিক ভাবে বিয়ে হয় বদরগন্জ উপজেলার শংকরপুর মধ্য পাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের মেয়ে সুইটি খাতুনের সাথে। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। তিনি বলেন, আমার স্ত্রী বেসরকারি একটি এনজিওতে চাকরি করার সুবাদে এক বছর আগে সুইটি খাতুন পরকীয়ায় জড়িয়ে পরার বিষয়টি আমার দৃষ্টি গোচর হলে আবারো পারিবারিকভাবে মীমাংসা করে ঘর সংসার শুরু করি।
সম্প্রতি কাউনিয়া ব্র্যাক যক্ষা প্রজেক্টের সাজাহান নামের এক ব্যক্তির মাধ্যমে একই প্রজেক্টে আমার স্ত্রী সুইটি খাতুনের দিনাজপুর জেলার বিরল শাখায় চাকরি হয়। সেখানে চাকরি করাকালীন আবারো পরকীয়ায় জড়িয়ে পরে। লিখিত বক্তব্যে জিয়ারুল ইসলাম বলেন, বিরলে চাকরি করাকালীন তার স্ত্রী এবং শ্বাশুড়ির পরামর্শে ভুয়া জমির মালিক দেখিয়ে কয়েক দফায় ১৬ লাখ টাকা নেয়। গত মাসে জমি দলিল করে নেয়ার জন্য বদরগন্জে গেলে সে তালবাহানা করে। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে আমি বাড়ি ফিরে আসি। পরবর্তীতে আমার স্ত্রী সুইটি খাতুনের মোবাইলে ফোন দিলে শুধু ব্যস্ত দেখায়। তবে একট অপরিচিত নাম্বার থেকে ফোন করে ঢাকা হেড অফিসের কথা বলে জানায় আমি যেন আমার স্ত্রী সুইটি খাতুনকে আর ফোন না দেই এবং সুইটি খাতুন আমার সাথে সংসার করবে না।
এরপরও যদি যোগাযোগ করার চেষ্টা করি তাহলে আমাকে দেখে নেয়ার হুমকি প্রদান করে। তখন থেকে সুইটি খাতুন আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এতে করে আমি আমার মেয়ের সাথে যোগাযোগ করতে পাচ্ছি না এমনকি ১৬ লাখ টাকা উদ্ধারে কোন আশ্বাস পাচ্ছি না। এতে করে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়ায় এনজিও কর্মীদের চাপে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস বসুনিয়া, মনিরুল ইসলাম মিন্টু, জহির রায়হান, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, জসিম সরকার, জুলহাস হোসেন সোহাগ, মিজানুর রহমান মিজান, মোশারফ হোসেন, আবু আসলাম, আসাদুজ্জামান আসাদ, আনোয়ার হোসেনপ্রমূখ।
মোবাইলঃ ০১৭২৫৬৭১৯০২
তারিখঃ ০৭-০৭-২৪ ইং