মোঃ মোশারফ হোসেন কাউনিয়া রংপুর প্রতিনিধি :-
চীন, ভারত বুঝিনা নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা সমাবেশ করেছে নদী বাঁচাও, তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদ। শনিবার দুপুরে রংপুরের কাউনিয়া তিস্তা সড়ক ও রেল সেতুর মাঝখানে নদীর উপর নির্মিত বিশেষ মঞ্চে আয়োজিত তিস্তা সমাবেশের উদ্বোধন করেন, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট ৩ সংসদীয় আসনের এমপি মোতাহার হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট ১ আসনের এমপি এ্যাড. মতিয়ার রহমান, কুড়িগ্রাম ১ আসনের এমপি ডাঃ মাহমুদুল খন্দকার, কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কাউনিয়া উপজেলা শাখার সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান প্রমূখ। সমাবেশে অতিথি বৃন্দ তিস্তা নদীর ভাঙ্গনের হাত থেকে নদী তীরবর্তী দুই পাড়ের লক্ষ লক্ষ একর আবাদি জমি, ঘর বাড়ি রক্ষার জন্য অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। সমাবেশ সঞ্চালনা করেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিয়ার রহমান।
তারিখঃ ০৬-০৭-২৪