মো: লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
ভেড়ামারা দক্ষিণ রেলগেটে, ট্রাক-ড্রাইভার,হেলপার,জুনিয়র কল্যাণ সমিতির অফিস উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধনে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেছেন কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুল হাসান (রানা) আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরওয়ার্ডের কাউন্সিলর মেহেদী হাসান (সবুজ) এবং বাংলাদেশ মহিলা যুবলীগ ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি মোছাঃ রেহেনা খাতুন সহ আল্লাহ্ দর্গার কুষ্টিয়ার স্হানীয় সিনিয়র জুনিয়র ড্রাইভার হেলপার সহ আরও অনেকে।
ট্রাক-ড্রাইভার,হেলপার,জুনিয়র কল্যাণ সমিতি অফিসের সভাপতি হিসেবে ঘোষণা করেন মো: সোহাগ হোসেন কে এবং সাধারণ সম্পাদক মো: শাহিন হোসেন, সহ সভাপতি মো: স্বপন আলী,যুগ্ম সাধারণ সম্পাদক মো: রিপন হোসেন, এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহাবুল হাসান (রানা) জানান আমরা সকল শ্রমিক একসাথে চলবো একসাথে কাজ করবো আমরা যদি এক হয়ে মিলেমিশে চলতে পারি তাহলে ট্রাক ড্রাইভার, হেলপার, জুনিয়র কল্যাণ সমিতির অফিস আরো গতিশীল হবে সেই লক্ষ্যে আজকে অফিসটি উদ্বোধন করা হলো।