মোঃ মোশারফ হোসেন রংপুর :-
কাউনিয়ায় কীটনাশক পান করে অসুস্থ হয়ে হাসপাতালে পাঁচ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর অবশেষে মারা গেলেন আলেয়া বেগম (৩৫) নামের এক বিধবা নারী। পারিবারিক সূত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর (তকিপল হাট) গ্রামের বাসিন্দা মৃত নজরুল ইসলামের কন্যা আলেয়া বেগমের সাথে পরিবারের লোকজনের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে তাদের সাথে অভিমান করে মনের দুঃখে পাঁচ দিন আগে গত সোমবার সন্ধায় কীটনাশক পান করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের লোকজন তাকে ছটপট করতে দেখলে তাকে প্রথমে কাউনিয়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ওইদিন রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আলেয়া বেগম দুই সন্তানের জননী। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মাহফুজার রহমান ওই নারী কীটনাশক পান করে অসুস্থ হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মোবা ঃ ০১৭২৫৬৭১৯০২
তারিখ ঃ ০৫/০৭/২০২৪ইং