Friday , 28 June 2024 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

কাউনিয়া উপজেলায় লাম্পি রোগ নিয়ে বিপাকে খামারী।

প্রতিবেদক
Staff Reporter
June 28, 2024 11:33 pm

মোঃ মোশারফ হোসেন কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ-

রংপুরের কাউনিয়া উপজেলায় গবাদি পশুর লাম্পি রোগে দিশেহারা হয়ে পড়ছে উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ।খুব অল্প সময়ে এ রোগ ছড়িয়ে পড়েছে উপজেলা জুড়ে। ভাইরাস জনিত এ রোগের কারনে প্রতিদিন উপজেলা প্রাণী সম্পদ অফিসে ভীড় করছে পশু পালনকারীরা।এ রোগ মশা ও মাছির আক্রমণসহ বিভিন্ন ভাবে অন্য গরুর শরিরে ছড়িয়ে পড়ে। মশা ও মাছিকে এ ভাইরাসের প্রধান বাহক হিসেবে দায়ী করা হয়। অন্যান্য কীট-পতঙ্গের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে।আক্রান্ত গরুর লালা গরুর খাবারের মাধ্যমে এবং খামার পরিচর্যাকারী ব্যক্তির কাপড়ের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়াতে পারে। আক্রান্ত গাভির দুধেও এ ভাইরাস বিদ্যমান।

তাই আক্রান্ত গাভির দুধ খেয়ে বাছুর আক্রান্ত হতে পারে। গ্রাম-গঞ্জের প্রাণি চিকিৎসকগণ এক সিরিঞ্জ ব্যবহার করে বিভিন্ন গরু-ছাগলকে টিকা দেয়। এতেও সিরিঞ্জের মাধ্যমে এক গরু থেকে অন্য গরুতে ছড়িয়ে পড়ে। ভাইরাসে আক্রান্ত ষাঁড়ের সিমেন প্রজননে ব্যবহার করলেও এ রোগ ছড়িয়ে পরতে পারে। সাহাবাজ গ্রামের আবু তালেব প্রামানিক গরু পালনকারী জানান, মাত্র ৩ দিন আগে গরুর শরীরে চামড়ার নিচে কয়েকটি ছোট ফোঁড়ার মত উঁচু দেখতে পাই। পরে পুরো শরির জুরে গোটা গোটা দেখতে পাই। গরু যখন আহার করা ছেড়ে দিয়েছে তখন পশু হাসপাতালে যোগাযোগ করি । সেখানে ডাক্তার গরু দেখে প্রয়োজনীয় চিকিৎসা দেয়। লাম্পি রোগের কারনে উপজেলায় অনেকের গরু মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পশু পালনকারীরা। অনেকের গরু যেমন চিকিৎসায় ভালো হয়েছে তেমনি মারাও গিয়েছে অনেকের।
দেখা যায় উপজেলার ভ্যাটেনারী ফার্মেসীতে লাম্পি রোগে আক্রান্ত পশুর ঔষধ বেশি বিক্রি হচ্ছে।

গর্ভকালীন পশু নিয়ে লাম্পি রেগের চিকিৎসা দিতে অনেক পল্লী পশু চিকিৎকদের হিমশিম খেতে হচ্ছে।কাউনিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমি আক্তার জানান, আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে মশা-মাছির উপদ্রব কমিয়ে রোগ নিয়ন্ত্রণ করা যায়। আক্রান্ত গরুর খামারের শেড থেকে আলাদা করে অন্য স্থানে মশারি দিয়ে ঢেকে রাখলে অন্য গরুতে সংক্রমণ হওয়া থেকে রক্ষা পাওয়া যায়।ক্ষতস্থান টিংচার আয়োডিন মিশ্রণ দিয়ে পরিষ্কার রাখা জরুরী। সময়মত চিকিৎসা না নিলে লাম্পি রোগের কারনে পশুর মৃত্যুও হতে পারে। প্রতিদিন পশু পালনকারীরা লাম্পি রোগের পরামর্শসহ চিকিৎসা গ্রহন করছে। আমাদের তরফ থেকে সেবাদানে কোন ত্রুটি নেই। তবে পশু পালনকারীদের অবশ্যই ডাক্তারী পরামর্শ অনুযায়ী সচেতন হতে হবে।

তারিখঃ ২৮-০৬-২৪
মোবাইলঃ ০১৭২৫৬৭১৯০২

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নৌকার পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়েছেন হায়েত আলী মেম্বার

বেলকুচিতে ঐতিহাসিক ৭ই মার্চ ভাসন দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মধুপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত।

ভুঁইফোড় সাংবাদিক ও সংগঠকের দৌরাত্ম্যে অতিষ্ঠ পেশাজীবি সাংবাদিক।

শিখা ফাউন্ডেশন ” স্বেচ্ছাসেবী ও সমাজসেবা সংস্থা কেন্দ্রীয় কমিটির আওতাধীন ইটাকুমারী ইউনিয়ন শাখার

সংবাদকর্মীদের মারধর ; সরকারি দপ্তরে ৮ ঘন্টা অবরুদ্ধ।

টঙ্গী সাংবাদিক ক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত

চুরি করতে না পেরে স্বামী ও স্ত্রী দু জনকে কুপিয়ে জখম।

বেনাপোলে প্রশাসনকে বোকা বানাতে স্বর্ণ চোরাকারবারিদের লোক দেখানো ব্যবসা।

আগামীকাল নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগর।