নিজস্ব প্রতিবেদনঃ-
নারায়ণগঞ্জ ফতুল্লার থানার পাশে বুড়িগঙ্গা নদীতে তেলবোঝাই একটি ট্রলারে আগুন লেগেছে। তেলের জাহাজটি জমুনা তেল ডপো থেকে রওনা হয়েছে কোথায় যাবে সেটা এখনোও জানা যায় নাই। এখনো কতৃকপক্ষের সঙ্গেও যোগাযোগ করতে পারা যায়নি এক জন লোক মারা গেছেন বাকি যারা আছে অরা নদীতে লাফ দিয়েছে নাকি সেটাও জানা যাচ্ছেনা। ফায়ার সার্ভিসও এসে পরেছে আগুন নিবানুর জন্য।
তেল ভর্তি ট্রলারটি জমুনা ডেপো থেকে রওনা হয়েছিলো ফতুল্লা থানার পাশে বুড়িগঙ্গা নদীতে ভয়ানং দূরগটনায় ট্রলারটিতে আগুন লেগে জায় ঘটনাস্থলে একজন মারা গিয়েছেন। ট্রলারের বিতর থেকে কয়েক জন লাফিয়ে নদীতে লাফ দিয়েছেন ঘটনাটি ঘটে ১:২০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পিছন পার্শে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসও এসেছে ট্রলারটি কোথায় জাচ্ছিলো এখনও জানা জায়নি,, এবং কৃতপহ্মের সাথেও যোগাযোগ করা জায়নি। ঘনটা স্থলে তদন্ত করার জন্য পর্যাপ্ত পরিমান পুলিশ এবং ফাসার সার্ভিস কর্মকর্তারা জানান এখনও বিষেশ কোনো কারন খুজে পাওয়া জায়নি,!