Saturday , 15 June 2024 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

প্রেস ব্রিফিং |

প্রতিবেদক
Staff Reporter
June 15, 2024 1:08 am

ভ্রাম্যমাণ প্রতিনিধি:মাহমুদা আফরোজ (লিজা):-

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের প্রেস ব্রিফিং ।

অদ্য ১৪ জুন ২০২৪, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শন শেষে পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),পিপিএম ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয় সাংবাদিকদের ব্রিফ করেন । এ সময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ জানান, পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ সফল করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে এবং ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পুলিশ সদস্য কাজ করে চলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট ও ছবি আপলোড করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেজন্য সাইবার মনিটরিং ও পেট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে নাশকতার কোন সম্ভাবনা নেই।অতিরিক্ত যাত্রী বহনকারী ও ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন মাননীয় আইজিপি মহোদয়।

ব্রিফিং এর পূর্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাতায়াতকৃত গাড়িতে লিফলেট বিতরণ করেন এবং ড্রাইভারদের সঙ্গে কথা বলেন মাননীয় ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত