পুষ্কর মন্ডল খোকসা উপজেলা প্রতিনিধি:-
কুষ্টিয়ার খোকসায় আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো পাঠকনন্দিত অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক সংবাদ চিত্র’ পত্রিকা এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী।
পত্রিকার ১ম বছর পেরিয়ে ২য় বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫’জুন শনিবার দুপুরে খোকসা উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রানা।
পত্রিকার স্টাফ রিপোর্টার ভিক্টর বিশ্বাস চিতার সার্বিক তত্বাবধানে এসময় পত্রিকার ক্রাইম রিপোর্টার অতুল সরকার, জেলা প্রতিনিধি তুহিন মন্ডল, সাংবাদিক হাফিজুল ইসলাম বকুল, সাংবাদিক পুস্কর মন্ডল, সকালের খবরের নাজিম উদ্দীন, বাংলার রূপকথা’র টুটুল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।