স্টাফ রিপোর্টার:মাহমুদা আফরোজ (লিজা):-
শুদ্ধাচার কৌশলের কর্ম-পরিকল্পনায় প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে সেবা গ্রহীতাদের অংশগ্রহনে গ্রাহক সেবা ও সিটিজেন চার্টার বিষয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গাজীপুর মহানগরের জয়দেবপুর কনভেনশন হল রুমে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লি: এর আঞ্চলিক বিপণন ডিভিশন এর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেট্রোল বাংলা চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ মোল্লাহ, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিতাস একটি সেবামুলক প্রতিষ্ঠান এখানে দূর্ণীতির কোন স্থান নেই।
সরকার বর্তমানে আবাসিক ও কমার্শিয়াল লাইন বন্ধ রেখেছে। এ সময় তিতাস গ্যাসের গাজীপুর জেলার উপ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রাজীব কুমার সাহা , উপ মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো: শাহজাদা ফরাজি সহ ডিভিশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।