সাংবাদিকদের আবার কিসের ভয়!
আফনান মামুন চৌধুরীঃ-গাজীপুরঃ
সাংবাদিকরা কখনো কাউকে ভয় পায়নি,
আর পাবেও না!
সাংবাদিকদের কখনো দুর্বল ভাববেন না!
সাংবাদিকদের সাথে কখনো লাগতে আসবেন না!
সাংবাদিকরা দেশ ও জাতির কল্যানে কাজ করে!
সাংবাদিকরা সত্যি প্রকাশ করে!
সাংবাদিক একটা মহান পেশা!
সাংবাদিক কখনো কারো পক্ষে কথা বলেনা,
আবার কারো বিপক্ষে ও কথা বলেনা!
সাংবাদিকরা তাঁদের ই বিপক্ষে লিখে,
যারা অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করে!
যারা দেশ ও জাতির সাথে বেইমানি করে!
সাংবাদিক কখনো কারো সাথে মাথা নত করতে শিখেনি, আর করবেও না!
উত্তর থেকে দক্ষিণে পূর্ব থেকে পশ্চিমের সকল খবরা-খবর তথ্য সংগ্রহ করে দেশ ও জাতির কল্যাণে প্রচার করে!
সাংবাদিকরা সব সময় নিঃস্বার্থভাবে দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে!
ফ্যামিলি ও সংসার আছে কিন্তু সময় দিতে পারে না!
বিনা বেতনে সারাক্ষণ জনগণের কল্যাণে কাজ করে!
সাংবাদিকদের মূল্যায়ন করতে শিখুন!
সাংবাদিকদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না!
আপনার আশেপাশের যত খবরা-খবর আছে সাংবাদিকদের তথ্য দিন!
আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না!
যেকোনো সমস্যার প্রয়োজনে ৯৯৯ কল করুন!
পুলিশ জনগণের বন্ধু, পুলিশের সহায়তা নিন ও অপরাধীদের ধরিয়ে দিন!