গাজীপুরে পুলিশের সোর্স পরিচয়ে মাদক সম্রাজ্ঞী বৃষ্টি আক্তারের যত অপকর্ম
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগর কাশেমপুর থানাধীন ৩ নং ওয়ার্ড এনায়েতপুর এলাকার মাদক সম্রাজ্ঞী ফারুক এর বউ বৃষ্টি আক্তার কখনো পুলিশের সোর্স কখনো ডিবির সোর্স, তাদের অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ঠ।
#ডিবি পুলিশ বলে কথা”
————————————-
পুলিশকে মাসোহারা দিয়েই মাদকের রমরমা ব্যবসা চলছে গাজীপুর মহানগর কাশেমপুর থানাধীন ৩ নং ওয়ার্ড এনায়েতপুর এলাকার মাদক সম্রাজ্ঞী ফারুক এর বউ বৃষ্টি আক্তার গ্রেফতার না হলেও বৃষ্টি আক্তারের বাড়ি থেকে গ্রেফতার হচ্ছে মাদক সেবনকারীরা। সোর্স ও মাদক সম্রাজ্ঞী ফারুক এর বউ বৃষ্টি আক্তার এর কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার লোকজন। স্থানীয়দের অভিযোগ, রাস্তায় বের হলেই এই মাদক সম্রাজ্ঞী ও সোর্স বৃষ্টি আক্তার এর খপ্পরে পড়ে কেউ হচ্ছেন মিথ্যা মামলার আসামি, আবার কেউ হারাছেন নগদ অর্থসহ মানসম্মান। এ যেন বৃষ্টি আক্তারের হাতেই জিম্মি হয়ে আছে পুরো এনায়েতপুর এলাকার আপামর জনতা। স্থানীয় জনসাধারণের কাছে এ যেন মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছেন বৃষ্টি আক্তার। এলাকাবাসী মাদক সম্রাজ্ঞী ও সোর্স বৃষ্টি আক্তার হাত থেকে রক্ষা পেতে অভিযোগ দিতেও ভয়ে তটস্থ হয়ে থাকে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছু অসাধু পুলিশ সদস্য কে মোটা অংকের টাকা দিয়ে চালিয়ে যাচ্ছে জমজমাট মাদক ব্যবসা। এক যুগ ধরে প্রকাশ্যে মাদক বিক্রি করছে মাদক সম্রাজ্ঞী ফারুক এর বউ এবং সকলের কাছে ভাবি ডাকে পরিচিত বৃষ্টি আক্তার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদক বিক্রি করে বহুতল ভবন ও অর্ধশত কোটি টাকার মালিক বনে গেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন কয়েক লক্ষ টাকার মাদক বিক্রি করে থাকে এই মাদক সম্রাজ্ঞী ফারুক এর বউ বৃষ্টি আক্তার।