আমিন হোসেনরা জবাড়ী প্রতিনিধিঃ-
"কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টায় তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত। রবিবার ৫ মে পাট্টা গ্রামে সকাল ১১ টায় পাংশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষক ও ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ সামছুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ হোসেন শহীদ সরোওয়াদী। এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপসহকারী কৃষি অফিসার আবু মুছা, উপসহকারী কৃষি অফিসার সুমাইয়া খাতুন ও পাট্টার মহিলা মেম্বার আলেয়া খাতুনসহ ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মো:মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক: মনজুর আলম সরকার
Design and Development by www.itcaresbd.com