Saturday , 4 May 2024 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে পুলিশ ক্যাম্প ইনচার্জের মৃত্যু।

প্রতিবেদক
Staff Reporter
May 4, 2024 11:21 am

বিকাশ দাসগুপ্ত বিশেষ প্রতিনিধিঃ-

ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে পুলিশ ক্যাম্প ইনচার্জের মৃত্যু লাশ গেল এক কিলোমিটার দূরে।
ঈশ্বরদী থেকে ছেড়ে যাওয়া মালবাহী ট্রেনে কাটা পড়ে কুষ্টিয়া মিরপুর থানার মাঝিরহাট ক্যাম্পের ইনচার্জ এসআই সাইদুর রহমান (৫৩) নিহত হয়েছে।

শুক্রবার .৩.মে.বেলা দেড়টার সময় মিরপুরের কুর্শা ইউনিয়নের। কাটদহচর রেল ক্রসিং এলাকায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। সেখান থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত মাল গাড়ির সঙ্গে বেঁধে।
হালসা পর্যন্ত চলে যায় তার মরা দেহ। এ ঘটনায় মাজেরহাট ক্যাম্পের আরেকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর সূত্রে জানাযায় ঈশ্বরদী থেকে দর্শনা গামী একটি মাল ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় কবলিত স্থান কাটদহচর রেল ক্রসিং এলাকায় কোন গেটম্যান নেই। প্রায়ই এখানে ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যু ঘটে। মাজিহাট ক্যাম্পের ইনচার্জ মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হওয়ার সময় সরাসরি ট্রেনের নিচে পড়ে যায়। সেখান থেকে এক কিলোমিটার দূরে ট্রেনে তাকে নিয়ে গিয়ে থেমে যায়।

উক্ত ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। উল্লেখ্য এস আই সাইদুলের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলা। সে দীর্ঘদিন ধরে কুর্শা ইউনিয়নের মাঝিরহাট ক্যাম্পে ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় তার মৃত্যুর ঘটনা ঘটে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাটহাজারী মাদ্রাসার পরীক্ষা আজ।

বেলকুচিতে নানা আয়োজনে পালিত হয়েছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস।

রোকেয়া বিশ্ববিদ্যালয় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন।

সাংবাদিক পরিচয়ে ম্যাজিস্ট্রেটের কাছে টাকা দাবি, পরে জেল-জরিমানা।

যান চলাচল স্বাভাবিক, হরতালের প্রভাব নেই রংপুরে।

বেলকুচিতে বিএনপির পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা।

বন্ধুগণ,দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি!

কাউনিয়ায় প্রভাষক শিপনের সহযোগিতায় মসজিদের নির্মাণ কাজ।

চাদনি রাতে কল্পনায় পাশে—-