স্টার রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন:-
টাংগাইলে ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ধনবাড়ী উপজেলা কনফারেন্স কক্ষে এ সভার আয়োজন করা হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা,ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবীবুর রহমান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি ইউ এসও ডাক্তার ফাহমিদা লস্কর,ধনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকল, পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল, বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমাদ আল ফরিদ, ধনবাড়ী উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ধনবাড়ী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সভাপতির বক্তব্যে বলেন, যেহেতু ধনবাড়ী উপজেলা একটা শান্তির জায়গা সেহেতু অন্য কারোর কারণে যেনো আইনশৃঙ্খলা বিঘ্ন না ঘটে সেক্ষেত্রে আরও সবার সহযোগিতা প্রয়োজন রয়েছে।এসময় আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।