প্রশাসনের নাকের ডগায় চলছে বৃষ্টির মাদক সম্রাজ্য, এ যেন দেখার কেউ নাই?
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগর কাশেমপুর থানাধীন ৬ নং ওয়ার্ড এনায়েতপুর এলাকায় প্রশাসনের নাকের ডগায় বৃষ্টির মাদকের সম্রাজ্য গড়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, যে বেশ কিছু অসাধু পুলিশ সদস্য কে মোটা অংকের টাকা দিয়ে চালিয়ে যাচ্ছে জমজমাট মাদক ব্যবসা। সরেজমিনে ঘুরে দেখা যায়, যে দুপুর হলেই বৃষ্টির বাসায় বেশ কিছু প্রশাসনের অসাধু কর্মকর্তার সোর্স গিয়ে টাকা আনতে দেখা যায়।
এক যুগ ধরে প্রকাশ্যে মাদক বিক্রি করছে মাদক সম্রাজ্ঞী ফারুক এর বউ এবং সকলের কাছে ভাবি ডাকে পরিচিত বৃষ্টি আক্তার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদক বিক্রি করে বহুতল ভবন ও অর্ধশত কোটি টাকার মালিক বনে গেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন কয়েক লক্ষ টাকার মাদক বিক্রি করে থাকে এই মাদক সম্রাজ্ঞী ফারুক এর বউ বৃষ্টি আক্তার। সকাল হওয়ার সাথে সাথে হাতিমারা, কাশেমপুর, দেওলিয়াবাড়ী,বাইমাইল,রাজাবাড়ী, কোনাবাড়ী, মৌচাক ও আশপাশ এলাকা থেকে মাদক সেবনকারীরা দলে দলে ছুটে আসে কাশেমপুর থানা এনায়েতপুর এলাকায় এই মাদক ব্যবসায়ী বৃষ্টির আক্তার এর বাড়িতে।