জাহিদুল ইসলাম:-
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কুষ্টিয়া জেলা কমিটির আয়োজনে আজ ২২এপ্রিল সকাল ১০টার সময় পাঁচ রাস্তার মোড়ে অসাস্হ্য কর অনিরাপদ এবংফুড গ্রেড বিহীন ড্রামেরভোজ্যতেলব্যবহারের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয় উক্ত মানব বন্ধনে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি জনাব জামিল চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসার জনাব মোস্তাহার মিয়া ক্যাব সিলেট জনাব শাজাহান সিরাজ ক্যাব সুনামগঞ্জ সিলেট জনাব জাকিরুল ইসলাম ক্যাব সিলেট বিভাগীয় কমিটি।জনাব আশরাফ চৌধুরী সিলেট জেলা কমিটি । সভাপতিত্ব করেন নাফিজ আহমেদ খান টিটু সাধারণ সম্পাদক কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব কুষ্টিয়া জেলা কমিটি। বক্তব্য রাখেন জেলা ক্যাবের নেএীবৃন্দ।।