মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:-
উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মধুপুরে ৩ পদের বিপরীতে লড়বেন ১৩ জন প্রার্থী। আসন্ন এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপেই এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। সে প্রেক্ষিতে ৩ পদের প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মধুপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু , টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি মনোনয়ন পত্র জমা দিয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে অরণখোলা ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য মিনারা বেগম, বর্তমান ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সদস্য যষ্ঠিনা নকরেক, টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা রুবি ও গারো নেতা প্রয়াত চলেশ রিছিলের সহধর্মিণী সন্ধ্যা রানী সিমসাং মনোনয়ন পত্র জমা দিয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মধুপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র খন্দকার শামসুল আরেফীন শরীফ যুবলীগের মো. সজীব, টাঙ্গাইল জজ কোর্টের এডভোকেট হারাধন চন্দ্র সিংহ, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ শহীদুল ইসলাম তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরীন জানান, মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। তিনটি পদে মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে বলে তিনি জানান।
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
তারিখ: ১৬-০৪-২০২৪