কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ
মোঃ মোশারফ হোসেন
কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ
রংপুরের উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মনোনয়ন পত্র দাখিলকারী ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল্যাহ্ আল মোতাহ্সিম।
কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী যাচাই-বাছাইয়ে বৈধ প্রার্থীরা বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, বর্তমান ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, আয়কর আইনজীবী মোঃ হুমায়ুন কবির খান মুকুল। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ মনজুদার রহমান মিলন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান পিন্টু, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গনেশ চন্দ্র দেব শর্মা, আওয়ামী সমর্থক জাহাঙ্গীর কবীর তৈয়ব, বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশনারা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন ও সমাজসেবি রাবেয়া বেগম। আগামী ৮ মে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারিখঃ ১৭/০৪/২০২৪
মোবাঃ ০১৭২৫৬৭১৯০২