মোঃ মোশারফ হোসেন কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ-
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে সোমবার কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমানের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, বর্তমান ভাইস চেয়ারম্যান ও রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুর রাজ্জাক, আয়কর আইনজীবী মোঃ হুমায়ুন কবির মুকুল।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সুশান্ত সরকার, উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ মনজুদার রহমান মিলন, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মাহমুদুল হাসান পিন্টু, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা গনেশ চন্দ্র দেব শর্মা, আওয়ামী সমর্থক জাহাঙ্গীর কবীর তৈয়ব, বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আঙ্গুরা বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী রওশনারা বেগম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা খাতুন ও রাবেয়া বেগম। আগামী ৮মে উপজেলা পরিষদ নির্বাচন।
তারিখ ঃ ১৫/০৪/২০২৪
মোবাঃ ০১৭২৫৬৭১৯০২