ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি:-
ফুলপুরে মসজিদে জুম’আ নামাজের আগে বয়ান করা নিয়ে হামলায় ৪জন আহত হয়েছেন। ফুলপুরের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসায় শুক্রবার এ ঘটনা ঘটেছে।
জানা যায়, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদরাসার মোহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ দায়ের নিয়ে এলাকায় পক্ষ বিপক্ষ গ্রুপের সৃষ্টি হয়েছে। শুক্রবার জুম’আ নামাজের আগে অত্র মাদরাসার শিক্ষা উপদেষ্টা আল্লামা মাওলানা এমদাদুল হক কোরআন তফসির করছিলেন। শেষের দিকে মোহতামিমের পক্ষের লোকজন মাওলানা ওয়াইজ উদ্দিনকে বয়ান করার সুযোগ দিতে বলায় দু’পক্ষে কথা কাটাকাটি শুরু হয়।
পরে বিপক্ষ লোকজনের হামলায় মোহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিনের সমর্থক তোফাজ্জল হোসেন, আবুল খায়ের, ইরাজ খাঁ ও মতিউর রহমান আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় তোফাজ্জল হোসেন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ জানান, মোহতামিমকে বয়ানের সুযোগ না দেয়ায় গন্ডগোল শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান পরে পরিস্থিতি স্বাভাবিক ও একত্রে নামাজ আদায় হয়েছে।