বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
বৃহস্পতিবার দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত হরিপুর উপজেলা, বালিয়াডাঙ্গী উপজেলার নিজ বাসভবন এবং বড়বাড়ী গ্রামের এসব নগদ অর্থ, শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন তিনি। বিতরণের সময় তাঁর সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী ডেনিশ ইসলাম সাথে ছিলেন।
ঈদ উপহার বিতরণের সময় এমপি সুজন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই আয়োজন। যে কোন প্রয়োজনে আমাকে ডাকবেন, সব সময় আমাকে পাশে পাবেন। কেন্দ্রীয় মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য ডেনিশ ইসলাম পিংকি বলেন, আপনারা ভোট দিয়ে আমার স্বামীকে নির্বাচিত করেছেন।
আপনাদের সব চাওয়া পাওয়া পুরণ করতে চেষ্টা করবেন বলে জানান তিনি। বিতরণের সময় সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, হরিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্প, নর্থবেঙ্গল ২৪ এর ভারপ্রাপ্ত সম্পাদক সামিউল্লাহ সম্রাট সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।