নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে ২য় ধাপে ঈদ উপহার বিতরণ।
বাবু বিকাশ দাশগুপ্তিিিবিশেষ প্রতিনিধি
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে ও নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য সমাজসেবক ও ব্যবসায়ী বিকাশ দাশ গুপ্তে এর অর্থায়নে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অর্ধশত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি রাউজানের কৃতি সন্তান। তিনি প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। করোনা কালীন সময়ে অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণে ভুমিকা পালন করেন।
ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে ২য় ধাপে খাদ্য সামগ্রী এবং ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখা।
এসময় উপস্তিত ছিলেন, নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য ও নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্ত আহবায়ক জয় দাশ গুপ্ত,কার্যকরি সদস্য অন্তর দাশ,সৌরভ দাশ,মোঃ তৌহিদ, পরিমল কান্তি নাথ,হেলাল উদ্দিন সহ অন্য অন্যান্য সদস্যবৃন্দ।