মোঃ মোশারফ হোসেন কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ-
“ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি”এই স্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা এসএসসি ৯৪ ব্যাচের উদ্দীপনা সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমবার (৯ এফ্রিল) কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ৯৪ ব্যাচের উদ্দীপনা সংগঠনের দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে এসএসসি ৯৪ ব্যাচের বন্ধুদের পাশাপাশি শিক্ষা গুরুজন উপস্থিত ছিলেন।এ সময় ৯৪ ব্যাচের সভাপতি মোঃ দিলদার আলী, সহসভাপতি মোঃ আবুল কালাম সহসভাপতি মোঃ আরিফুল ইসলাম সুমন,সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শিশির, কোষাধ্যক্ষ মোঃ সামিউল হক,শিক্ষক শ্রী মহেন্দ্র, মোঃ আবু রেজা,মোঃ হেলাল উদ্দিন, মোঃ আঃ হাকিম,নির্বাহী সদস্য মোঃ নবম নবিজুল ইসলাম শ্রী জগদীশ চন্দ্র প্রমুখ সহ গোটা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন কর্মস্থলে কর্মরত বন্ধুরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আর এর উদ্যোক্তা ছিলেন ৯৪ ব্যাচের সংগঠন উদ্দীপনা।এতে সকল বন্ধুদের উন্নতি, সমৃদ্ধি ও মঙ্গল এবং প্রয়াত বন্ধুদের অভিভাবকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মোঃ দেলোয়ার হোসেন।উল্লেখ্য, উদ্দীপনা সংগঠনের কাউনিয়া এসএস সি ৯৪ ব্যাচের বন্ধুরা নিজেদের মধ্যে মিলন মেলা, পিকনিক, ইফতার মাহফিল, সহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তারিখঃ ০৯-০৪-২৪
মোবাইলঃ ০১৭২৫৬৭১৯০২