কুষ্টিয়া জেলা প্রতিনিধি :-
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৭ম শ্রেনীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুঁটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হয়েছেন নন্দলালুর ইউনিয়নের চড়াইকোল (বোর্ড অফিস) এলাকার বিল্লাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (১৫)। তিনি আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার ৪ এপ্রিল সকালে বিপ্লব হোসেন চড়াইকোল আলাউদ্দিন নগর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পুঁটিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বিপ্লবকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থী নিহত হয়েছে। ইতিমধ্যে মরদেহ হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।।