নিজস্ব প্রতিবেদন ।
লেখক: শাওন হোসেন।
তারিখ: ০৪/০৪/২০২৪
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
গরিব হয়ে জন্মেছি মাগো,
ঈদে কি জামা কেনা হবে নাগো।
পাড়া প্রতিবেশি সবাই কিনেছে,
নতুন জুতা জামা।
কতইনা ভালো হইত মাগো,
আমরাও হতাম ধনি।
সবার মতো কিনতাম ঈদে,,
নতুন জুতা জামা।
কতইনা আনন্দ হতো
করতাম ঈদে মজা,
গরিব বলে কি মাগো
আমাদের ঈদ হবে না।
কাদিস না মা গরিব বলে জন্মেছি,
দুঃঁখ কষ্টো অভাব অনো টোন,
থাকবে চিরো কাল।
খেতে পাই না দু বেলা,
জামা কিনে দিব কোন বেলা।
আল্লাহ এর উপর ভরসা
রাখো,আল্লাহ দিবে সব,
মানুষ হলো উসিলা,দেওয়ার
মালিক আল্লাহ তায়ালা।
তাই তো মোদের দুঃখ
কষ্টো ভুলে গিয়ে,
ভরসা রাখতে হবে
আল্লাহ এর কাছে।
আল্লাহ এর উসিলায়
কেও না কেও
এবার দিবে ঈদের জামা,
দিবে ঈদের খাবার।
ধৈর্য ধরো মাগো,রিজিকের
মালিক আল্লাহ,,আল্লহর উপর
বিশ্বাস রাখো,খালি হাতে
ফেরাবে না আল্লাহ তায়ালা।