রাউজানের কীতু সন্তান রাউজানে অহংকার মহিউদ্দিন বাচ্চু এম পি মহোদয় দেওয়া ঈদ উপহার বিতরণ করা হয়
বিকাশ দাস গুপ্ত বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম ১০ আসনের এম পি মহোদয় মোঃ মহিউদ্দিন বাচ্চাু
মপি মহিউদ্দিন বাচ্চাু র ঈদ উপহার
ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম – ১০ আসনের এম পি মোঃ মহিউদ্দিন বাচ্চু র ব্যবস্হাপনায় ১৩ নং ওয়াডের পাহাড়তলী সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উপস্থিত ছিলেন চট্টগ্রাম খুলশী থানার আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ হোসেন হিরন এর সভাপতিত্বে এবং উপস্থিত ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়্যার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক এর পরিচালনায় ১ হাজার
পরিবারের মাঝে ঈদ উপহার এবং বস্তু
বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা বেগম আরো উপস্থিত ছিলেন সহ ওয়াডের এবং সকল আওয়ামী লীগের ও সকল যুবলীগের ও ছাগলী সকল নেতৃবৃন্দ। সকল সদস্য নেতৃবৃন্দ ও। বিজ্ঞান ।