আজ বাপ্পি লাহিড়ীর ব্যবহত সোনার মালিকানা ৩০ মার্চ ২০২৪ ৩ঃ ৪৮ অপরাহু
এখন কার কাছ
বিকাশ দাশগুপ্ত বিশেষ প্রতিনিধিঃ
বাপ্পি লাহিড়ীর ব্যবহ্ত সোনার মালিকানা এখন কার কাছে
ভারতের আশির দশকের জনপ্রিয় গায়ক বাপ্পি লাহিড়ী ক্যরিয়ারে অসংখ্য হিট গান শ্রোতা- দশকদের উপহার দিয়েছেন তিনি শুধু গান নয় তার ফ্যাশনের জন্য ও বেশ জনপ্রিয় ছিলেন এই সঙ্গী তশিল্পী ২০২২ সালে স্লিপ অ্যাপনিয়ায় মারা যান বাপ্পি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর
ভারতে গোল্ড ম্যান হিসেবে ও পরিচিত ছিলেন বাপ্পি লাহিড়ী সোনার গয়নার প্রতি ভীষণ ঝোঁক ছিল তার হাতে চওড়া ব্রেসলেট গলায় নানান মাপের সোনার গয়না পরে থাকতেন তিনি
তবে বাপ্পির মৃত্যুর পর সেই সব গয়না কোথায় রাখা আছে বদলে গিয়েছে কি এর মালিকানা এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে তার ভক্তদের মনে
ভারতীয় গণমাধ্যমের সূএ অনুযায়ী ২০১৪ সালেই এক এফিডেবিট করে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী সেখানে উল্লেখ ছিল তার কাছে মোট ৭৫৪ গ্রাম স্বণ রয়েছে সেসময় যার বাজার মূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৩৮ লাখ ৭১ হাজার ৭৯০ টাকা পাশাপাশি লেখা ছিল গানের শিল্পী বাপ্পি মৃত্যুর পর তার যাবতীয় সোনার গয়নার দায়িত্ব পাবেন গায়কের ছেলে বাপ্পা ও মেয়ে রিমা
জানা গেছে বাপ্পির মৃত্যুর পর তার ইচ্ছোকে মযাদা দিয়ে রিমা ও বাপ্পার কাছেই সেই সোনার গযনাশুলো গচ্ছিত রাখা আছে তবে সেশুলো খুবই যত্নসহকারে নিজেদের কাছে দিয়েছেন তারা বিঐি করেননি দুই ছেলেমেয়ের কেউই মূলত স্মৃতি হিসেবে সেটা পরিবারের কাছে গচ্ছিত রয়েছে
- মৃত্যুর আগে এক সাক্ষাৎ কারে শিল্পী বাপ্পি লাহিড়ী জানিয়েছিলেন গোল্ড ইজ মাই গড় আমি ছিলাম প্রেসলির বড় ভক্ত আমি সবসময় ভাবতাম আমি যদি কখন ও সাফল্য পাই তাহলে আমি নিজের ইমেজ আলাদাভাবে তৈরি করব ভগবানের আশীর্বাদে সোনা দিয়ে সেটা করতে পেরেছি অনেক লোকই ভাবেন আমি মানুষকে দেখানোর জন্য গয়না পরি কিন্তু সেটা সত্যি নয় আমি সোনা পড়তে ভালোবাসি