পীরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে–
মোঃহাবিবুর রহমান হাবিব, পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে”-এ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার, নাজমুল হক সুমনের সভাপতিত্বে ও মডেল স্কুলের সহকারী শিক্ষক আতিয়ার রহমানের সঞ্চালনায়,এতে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিশ্বেশ্বর চন্দ্র বর্মন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, প্রকৌশলী মনিরুল ইসলাম, জেএন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, পীরগাছা থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার।
এছাড়াও খাদ্য নিয়ন্ত্রক সুলতানা সুফিয়া সরদার, পরিসংখ্যান কর্মকর্তা মইনুল ইসলাম চৌধুরী, আনসার কর্মকর্তা ফারজানা কাদের সুমি, মৎস্য কর্মকর্তা সাথি রাণী নিয়োগী, সাবরেজিস্টার কর্মকর্তা তিথি রাণী মন্ডল, ভেটেরিনারী সার্জন মোহাম্মদ আলী, তথ্যসেবা কর্মকর্তা প্রিয়াঙ্কা ব্যানার্জী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মকর্তাবৃন্দ। পরে নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা।