বছরের প্রথমেই কালবৈশাখীর ঝড়ের তান্ডবে ফুলপুরে ভিবিন্ন যায়গায় ক্ষয়ক্ষত
জুয়েল রানা বিশেষ প্রতিনিধি ফুলপুর ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলপুরে আজ কালবৈশাখী ঝড় ও প্রচণ্ড তুফান বাতাসে সাথে বৃষ্টি হয়ে ভিবিন্ন এলাকায় অনেকের গাছপালা সহ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে আজ শনিবার ১৬ মার্চ দুপুর ১২.৩০ মিনিটের দিকে কালবৈশাখীর তান্ডবে প্রচণ্ড বাতাসে ফুলপুর শেরপুর রোডে কাঁঠাল গাছ ভেঙে পরে দাঁড়িয়ে থাকা সিএনজি ও অটোরিক্সার ওপর এতে সিএনজি ড্রাইভার আহত হালকা আঘাত প্রাপ্ত হয়েছে। জানা যায় ঝড় তুফান শুরু হওয়ার সময় শেরপুর হইতে আসার পথে যখন ফুলপুর মোকামিয়া পার হয় তখন ঝড় তুফান দেখা দেয়। তখন সিএনজিটী চলে আসে ফুলপুর। এসময় প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি শুরু হলে ফুলপুর ইসলাম মার্কেটের সামনে এসে সিএনজিটি দাঁড়ায়।
তখন হটাৎ করে প্রচণ্ড বাতাসে কাঁঠাল গাছের একটি ভেঙে দাঁড়িয়ে থাকা সিএনজি ও অটোরিকশার উপর পরে.এই সময় সিএনজিতে কোনো যাত্রী ছিল না ছিল শুধু ড্রাইভার ছিল এতে সিএনজির ড্রাইভার সামান্য আহত হয়েছে। অল্প কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে, পরে ফুলপুর ফায়ার সার্ভিস টিম কে ঘটনাস্থালেরে লোকজন ফোন দেয়। ফোন দেওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিস এসে গাছের ডাল কেটে ও সিএনজি সরিয়ে রাস্তা যানবাহন চলাচল স্বাভাবিক করে গাড়ি চলাচলের ব্যবস্থা করেন ফায়ার সার্ভিস টিম।