কুমারখালীতে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস পালি
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
“স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি এই উপপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস ২০২৪ উদযাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৫ মার্চ সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সেসময় উপস্থিত ছিলেন কুমারখালী নাগরিক পারিষদের সভাপতি আকরাম হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী,কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার, কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে.এম.আর শাহিন,সাংবাদিক জাকের আলী শুভ,সাংবাদিক এম এ ওহাব ও বিভিন্ন দপ্তরের কর্মচারী কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান।
অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী উপজেলা সমাজসেবা অফিসার মোহম্মদ আলী।