আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস ও দীক্ষাগ্রহ
রিফাত হোসেন মেশকাত:
আক্কেলপুর জয়পুরহাট সংবাদদাতাঃ
আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের নবাগত রোভারদের বার্ষিক তাবুবাস ও দীক্ষা গ্রহণ অনুষ্ঠান-২০২৪ আয়োজিত হয়েছে।
শনিবার (০৯ মার্চ) সকাল ১০ টায় আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ অনুষ্ঠান আয়োজিত হয়। কলেজের অধ্যাপক(ভারপ্রাপ্ত) মোঃ ছোলায়মান আলী সভাপতিত্বে ও আরএসএল মোঃ গাওছুল বারী সঞ্চালনায় দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুনিরা সুলতানা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত), আক্কেলপুর, জয়পুরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল আলম চৌধুরী, পৌর মেয়র আক্কেলপুর পৌরসভা, মোঃ সানোয়ার হোসেন, সম্পাদক, বাংলাদেশ স্কাউট, আক্কেলপুর উপজেলা শাখা, আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের নেতৃবৃন্দ।
এ দীক্ষা গ্রহণের মাধ্যমে কলেজের রোভার স্কাউটের ২৫ জন রোভার সহচর স্তর থেকে সদস্য স্তরে উন্নীত হন। এর আগে রোভারগণ রাতে কলেজ কেন্দ্রীয় মাঠে তাবু বাস করেন।
দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মুনিরা সুলতানা রোভারদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও স্বদিচ্ছায় বাংলাদেশ স্কাউট আজ সমগ্র বিশ্বে একটি অনন্য স্থান লাভ করেছে।
আক্কেলপুর পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরী বলেন আক্কেলপুর উপজেলা রোভার স্কাউট বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক মূলক কাজ করে আসছে এবং করোনা সময় তারা বিভিন্ন ধরনের সেবামুলক সচেতন জনক কাজ করে আসছেন। বিভিন্ন জায়গায় রোভার স্কাউট সফলতা অর্জন করেছে ।আশা করছি এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে,।
আক্কেলপুর উপজেলা রোভার স্কাউট সম্পাদক সানোয়ার হোসেন বলেন, আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের রোভার স্কাউট খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় তাদের সাফল্যের ছাপ রেখেছে, আশা করছি এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, রোভার স্কাউট লিডার (আরএসএল) , সিনিয়র রোভারমেটদের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে কলেজের রোভার স্কাউটের সভাপতি ও অধ্যক্ষ জনাব ছোলেয়মান আলী বলেন, মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশের এক মাধ্যম হলো রোভার স্কাউট। সেবার ব্রত হয়ে রোভার সদস্যরা বরাবরের মতো সামাজিক ও জাতীয় স্বার্থে যেভাবে এগিয়ে এসেছে তার ধারাবাহিকতা বজায় রেখে আক্কেলপুর মুজিবুর রহমান সরকারি কলেজের রোভার স্কাউট সামনের দিকে অগ্রসর হবে সেই আশাই ব্যক্ত করছি।
অনুষ্ঠানে সমাপ্তি পর্যায়ের রোভার স্কাউটদের সার্টিফিকেট প্রদান করা হয়।