মোঃ দেলোয়ার হোসেন টাঙ্গাইল জেলা প্রতিনিধি
ধনবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ দিবসে উপজেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সকাল ০৯.০০ ঘটিকায় ধনবাড়ী
উপজেলা পরিষদ চত্বরের অবস্থিত বাঙালি জাতির স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে স্থাপিত বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন, ধনবাড়ী
উপজেলা প্রশাসন, ধনবাড়ী পৌরসভা,
পুলিশ সদস্যগন , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ধনবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থা ও উপজেলার বিভিন্ন দপ্তর ।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ধনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকল, ধনবাড়ী থানার ওসি তদন্ত মোঃ ইদ্রিস আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
মোঃ হাবিবুর রহমান (সুমন), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন-নাহার ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।