সোহেল রানা সভাপতি, খাইরুল বাসার সম্পাদক
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সোহেল রানা, সাধারণ সম্পাদক হিসেবে খাইরুল বাসার নির্বাচিত হয়েছেন।
২০২৪-২০২৫ মেয়াদে দুই বছরের জন্য ৫১ সদস্যের এই কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. নাজমুল হুসাইন ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লেখক গবেষক ইমাম মেহেদী।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪ রোজ শনিবার রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট কুষ্টিয়াতে চড়ইভাতি অনুষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানেই কুষ্টিয়া সরকারি কলেজ বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চূড়ান্ত গঠনতন্ত্র অনুমোদন করেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লেখক গবেষক ইমাম মেহেদী ও বাংলা বিভাগ অ্যালামনাই সদস্য অনিন্দিতা ইসলাম সারথী।
নবনির্বাচিত সভাপতি মো. সোহেল রানা ও সাধারণ সম্পাদক খাইরুল বাসার আগামীদিনে সবার সহযোগিতা কামনা করেছেন।