প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৫, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৪, ৬:৩৬ পি.এম
গাজীপুরে কম্বল বিতরণ শীতার্ত মানুষের মাঝে — আলহাজ্ব এস এম আলতাব হোসেন

গাজীপুরে কম্বল বিতরণ শীতার্ত মানুষের মাঝে আলহাজ্ব এস এম আলতাব হোসেন
মনজুর সরকারঃ--গাজীপুরঃ
গাজীপুর মহানগর বাসন থানাধীন ১৪ নং ওয়ার্ডের চান্দঁপাড়া মহল্লার চান্দঁপাড়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাব হোসেন নিজস্ব অর্থায়নে আদেপাশা ও চান্দঁপাড়া মহল্লার শীতার্ত মানুষের মধ্যে শীত বস্র হিসেবে কম্বল বিতরন করেন। এখানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিক মন্ডল, ইমরুল চৌধুরী আকাশ, ইকবাল হোসেন সহ গ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ জনগন। এস এম আলতাব হোসেনমিডিয়ার লোকজন কে আরো জানান তিনি ১৪ নং ওয়ার্ডের প্রতিটা মহল্লায় কম্বল বিতরন করবেন নিজস্ব অর্থায়নে তিনি প্রায় ১০০০ কম্বল বিতরন করবেন আমাদের জানান।
চেয়ারম্যান মো:মেহেদী হাসান
সম্পাদক ও প্রকাশক: মনজুর আলম সরকার
Design and Development by www.itcaresbd.com