গাজীপুরে কম্বল বিতরণ শীতার্ত মানুষের মাঝে আলহাজ্ব এস এম আলতাব হোসেন
মনজুর সরকারঃ–গাজীপুরঃ
গাজীপুর মহানগর বাসন থানাধীন ১৪ নং ওয়ার্ডের চান্দঁপাড়া মহল্লার চান্দঁপাড়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাব হোসেন নিজস্ব অর্থায়নে আদেপাশা ও চান্দঁপাড়া মহল্লার শীতার্ত মানুষের মধ্যে শীত বস্র হিসেবে কম্বল বিতরন করেন। এখানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিক মন্ডল, ইমরুল চৌধুরী আকাশ, ইকবাল হোসেন সহ গ্রামের বিভিন্ন নেতৃবৃন্দ ও সাধারণ জনগন। এস এম আলতাব হোসেনমিডিয়ার লোকজন কে আরো জানান তিনি ১৪ নং ওয়ার্ডের প্রতিটা মহল্লায় কম্বল বিতরন করবেন নিজস্ব অর্থায়নে তিনি প্রায় ১০০০ কম্বল বিতরন করবেন আমাদের জানান।