শহিদ জিয়াউর রহমানের ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জ :
নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ১৯ শে জানুয়ারি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সার্বিক আয়োজনে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নূরুল ইসলাম গোলাম।
জন্মবার্ষিকী অনুষ্ঠানের সঞ্চালনা ও বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম আজম, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন শামীম, থানা বিএনপির সদস্য কেরামত আলী তালুকদার, লিটন খাঁন ও জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব আলম কমিশনার, থানা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, থানা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক সোলেমান মন্ডল, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজিব হোসেন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, থানা ছাত্র দলের সদস্য সচিব রিজন আহমেদ সহ উপজেলা বিএনপির যুবদল শ্রমিকদল সেচ্ছাসেবকদল ছাত্রদল ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।