নিজস্ব প্রতিবেদনঃ-
বালিয়ান ইউনিয়ন উন্নয়ন পরিষদ, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ এর উদ্যোগে এতিম ও অসহায় মাঝে ৫০টি কোমলমতি শিশুদের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়।
৪নং বালিয়ান ইউনিয়ন এর নয়ানবাড়ী গ্রামের উত্তর অংশেঅ অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বালিয়ান ইউনিয়ন উন্নয়ন পরিষদ” এর সভাপতি জনাব মীর জাহিদুর রহমান, পরিষদের অন্যন্য নেতৃবৃন্দের মধ্যে জামিয়া খাদিজাতুল কূবরা রাঃ মহিলা মাদরাসা প্রধান শিক্ষক ডাঃ মাওলানা হাফীযুদ্দীন সাহেব,ডাঃ সুরুজ,চান মিয়া ও অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিগন।